Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার (জানুয়ারী-মার্চ/২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা সমবায় কার্যালয়

ঝিনাইদহ।

www.cooparative.jhenaidah.gov.bd

vision(ভিশন)

টেকসই সমবায় টেকসই উন্নয়ন

Mission (মিশন)

সমবায়ীদের সক্ষমতা বুদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।

কৌশল (Strategy):

১. উৎপাদন, আর্থিক ও সেবাখাতে সমবায় গঠন;

২. টেকসই সমবায় গঠনে কার্যক্রম গ্রহণ;

৩. সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজন;


ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

উর্দ্ধতন কর্মকর্তার পদবি, জেলা/উপজেলার কোডসহ, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল


০১




০২


নিবন্ধন ও উপ-আইন সংশোধন 


অনলাইনে নিবন্ধন 

প্রদান ।


৬০ দিন


১)আবেদনপত্র।

২) ২০ (বিশ) জন সদস্য। যাদের বয়সসীমা ন্যূনতম ১৮ বছর উ্দ্ধে।

৩) পাসপোর্ট সাইজ   ছবি।

৪) জাতীয় পরিচয় পত্র।

৫) নাগরিক সনদ।

৬) ঘর ভাড়ার চুক্তিপত্র।

৭) চেয়ারম্যান কর্তৃক ঘরভাড়ার প্রত্যয়নপত্র।

৮) নিবন্ধন ফি ও ভ্যাটের চালান।

৯) ইউসিও প্রত্যয়নপত্র। ১০)  সাংগঠনিক সভার রেজুলেশন।

১১) ২(দুই) বছরের সম্ভাব্য বাজেট।

১২) জমা খরচ বহি।



১। উপজেলা সমবায় কার্যালয়।


১। বিত্তহীন, ভূমিহীন ও আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত সমিতির নিবন্ধন ফি ৫০/-(পঞ্চাশ)  টাকা।

২। প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য নিবন্ধন ফি ৩০০/- (তিনশত) টাকা ট্রেজারী চালান।

৩। নিবন্ধন ফি এর ১৫% হারে ভ্যাট প্রদানের ট্রেজারী চালান।


১। উপজেলা সমবায় অফিসার,

ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

টেলিঃ ০২৭৭৭৪৭৪৮৯

ই-মেইলঃ uco.sadorjhe@gmail.com

২। উপজেলা সমবায় অফিসার,

 কালীগঞ্জ, ঝিনাইদহ।

টেলিঃ ০২৪৭৭৭৪৮৪৮৯

ই-মেইলঃ uco.kaliganjjhe@gmail.com

৩। উপজেলা সমবায় অফিসার, কোটচাঁদপুর, ঝিনাইদহ।

টেলিঃ ০২৪৭৭৭৪৯০৮৯

ই-মেইলঃ uco.kotchandpurjhe@gmail.com

৪। উপজেলা সমবায় অফিসার,             মহেশপুর।, ঝিনাইদহ।

টেলিঃ ০২৭৭৭৪৯৪৮৯

ই-মেইলঃ uco.mahespurjhe@gmail. com

৫। উপজেলা সমবায় অফিসার,             হরিণাকুন্ডু, ঝিনাইদহ।

টেলিঃ ০২৭৭৭৫০১৮৯

ই-মেইলঃ uco.harinakundu123@gmail. com

৬। উপজেলা সমবায় অফিসার,         শৈলকুপা, ঝিনাইদহ।

টেলিঃ ০২৪৭৭৭৪৯৮৮৯

ই-মেইলঃ uco.shailkupajhe@gmail.com

১। জনাব মোঃ জাফর ইকবাল

জেলা সমবায় অফিসার,

ঝিনাইদহ।

এইচ, এস, এস রোড, ঝিনাইদহ।

টেলিঃ 02477746990

ই-মেইলঃ dco.jhenaidah@coop.gov.bd


02

ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন

ক) ব্যবস্থাপনাঃ

 ১। নিয়োগকৃত কমিটি (নিবন্ধনকালীন) সময়  ৬০ (ষাট) দিন।

২। অন্তবর্তী কমিটি নিয়োগের সমিতি কর্তৃপক্ষের আবেদনের ৭(সাত) দিনের মধ্যে

ক) নিবন্ধনকালীন নিয়োগকৃত কমিটির ক্ষেত্রে নিবন্ধন সংক্রান্ত কাগজ পত্র। সমিতির সদস্যের প্রমান পত্র সহ আবেদনপত্র ও ব্যবস্থাপনা কমিটির সভার কার্যবিবরনী ।



জেলা সমবায় কার্যালয়/উপজেলা সমবায় কার্যালয়


নাই








খ) অডিটঃ 

প্রতি সমবায় বর্ষে ১ জুলাই হতে পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত। সমিতি সমূহের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রম নিরীক্ষা সম্পাদন করা হয়ে থাকে।

খ) প্রাথমিক সমিতির ক্ষেত্রে ৯মাস (জুলাই-মার্চ) কেন্দ্রিয় সমিতির ক্ষেত্রে ৬মাস (জুলাই-ডিসেম্বর)

বিগত বর্ষে 1 জুলাই হতে ৩০শে জুন পর্যন্ত হিসাব বিবরনী, ব্যাংক স্টেটমেন্ট ও প্রয়োজনীয় রেজিস্টার সমূহ এবং আয়-ব্যয় রশিদ ও ভাউচার সমূহ।


সমবায় সমিতি আইন/২০০১ (সংশোধন ২০০২ ও ২০১৩) ধারা অনুসারে ফি প্রদান করে এবং ১০৭ বিধি মোতাবেক নিরীক্ষা ফি পদান করিবে।


 

 

গ) পরিদর্শনঃ 

সমিতিতে সংগঠিত যেকোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করবেন।

গ) সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৬২ বিধি মতে সমিতির উপ-আইনসহ সকল প্রকার রেকর্ডপত্র লেনদেনের হিবাব বিবরনী নির্ধারিত অন্য কোন দলিলাদি।


নাই



নাই




3

বিবাদ নিষ্পত্তি ও অবসায়ন

ক) বিরোধ নিষ্পত্তি :

১। ৭দিনের মধ্যে নোটিশ  প্রদান।

২। ৬০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে।

খ) অবসায়নঃ ৬ বছর।

১। আবেদনপত্র




২। নিবন্ধক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তি করেন।


নাই


বিরোধ এবং আপীলের সাথে  ১০০ (একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।

জেলা সমবায় অফিসার, উপ-নিবন্ধক(বিচার) বিভাগীয় সমবায় কার্যালয় এবং নিবন্ধক ও মহাপরিচালক স্বয়ং।





বিধিদ্বারা নিয়োগপ্রাপ্ত অবসায়ক ও নিবন্ধক


জেলা সমবায় অফিসার





নিবন্ধক

4

প্রশিক্ষণ

1(এক) দিন, ৫(পাঁচ) দিন, ১০(দশ)দিন, সর্বোচ্চ ২(দুই) মাস পর্যন্ত

১। সমিতির সদস্য পদের প্রমানক,

 ২। জাতীয় পরিচয় পত্র।

৩। শিক্ষাগত যোগ্যতা (নুনতম এসএসসি)

৪। মোবাইল নং (যদি থাকে)

সমবায় অধিদপ্তর থেকে চাহিদাপত্র মোতাবেক।

নাই

উপজেলা সমবায় কর্মকর্তা।

জেলা সমবায় কর্মকর্তা।

5

অভিযোগ নিষ্পত্তি

যত দ্রুত সম্ভব

নাই

নাই

১০০/-(একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত সহ আবেদন পত্র।

উপজেলা সমবায় কর্মকর্তা।

জেলা সমবায় কর্মকর্তা।


অভ্যন্তরীণ সেবাঃ

ক্রঃ নং

সেবার মান

সেবা প্রদানের সব্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন পত্র প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাপ্তরিক টেলিফোন ও ই-মেইল

উর্ধ্বতন কর্মকর্তার পদবি, টেলিফোন ও ই-মেইল

০১

শ্রান্তিবিনোদন ছুটি ও আবেদন অগ্রায়ন ৩য়  শ্রেণী । ৪র্থ শ্রেণির কর্মচারীর ছুটি মন্জুর

১০ কর্মদিবস

১. কর্মীর আবেদন

২. নির্ধারিত ফরমে ছুটি হিসাব

৩. বিগত ছুটির আদেশ

সংশ্লিষ্ট দপ্তরের ওয়েব পোর্টাল

বিনামূল্যে

মোছাঃ শাহিনা মনোয়ার

উচ্চমান সহকারী

জেলা সমবায় কার্যালয়

ঝিনাইদহ

মোবা: ০১৭২৪-৯৩৬৮৯৩

ই-মেইল: erinmonowar@gmail.com

১। মোঃ জাফর ইকবাল

জেলা সমবায় অফিসার,

ঝিনাইদহ।

এইচ, এস, এস রোড, ঝিনাইদহ।

টেলিঃ 02477746990

ই-মেইলঃ dco.jhenaidah@coop.gov.bd

০২

অর্জিত ছুটি (দেশের অভ্যন্তরে) আবেদন অগ্রায়ন ৩য়  শ্রেণী। ৪র্থ শ্রেণির কর্মচারীর ছুটি মন্জুর

৭ কর্মদিবস

১. কর্মীর আবেদন

২. নির্ধারিত ফরমে ছুটি হিসাব

সংশ্লিষ্ট দপ্তরের ওয়েব পোর্টাল

বিনামূল্যে

০৩

চাকুরি স্থায়ীকরণের আবেদন অগ্রায়ন

৩য় শ্রেণী । ৪র্থ শ্রেণির কর্মচারীর চাকুরি স্থায়ীকরণ করা হয়।

১৫ কর্মদিবস

১. আবেদন

২. নিয়োগ আদেশ ও যোগদান পত্রের কপি।

৩. মৌলিক ও পেশাগত প্রশিক্ষণের সনদপত্র।

প্রযোজ্য নয়

বিনামূল্যে

০৪

৩য় শ্রেণীর উচ্চতর গ্রেড আবেদন অগ্রায়ন  ও ৪র্থ শ্রেণির উচ্চতর গ্রেড প্রদান

১৫ কর্মদিবস

১. আবেদন

২.সর্বশেষ পদোন্নতি/নিয়োগ আদেশের কপি

৩. সর্বশেষ বেতন নির্ধারনীর কপি।

প্রযোজ্য নয়

বিনামূল্যে

০৫

 ৩য় শ্রেণীর কর্মচারীর পেনশন আবেদন অগ্রায়ন । ৪র্থ শ্রেণির কর্মচারীর পেনশন মঞ্জুর।

১৫ কর্মদিবস

সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ নির্দেশনা অনুসারে।

সংশ্লিষ্ট দপ্তরের ওয়েব পোর্টাল

১. নির্ধারিত ফরমে আবেদনপত্র (ফরম সংযোজিত)

বিনামূল্যে

০৬

গৃহ নির্মান ঋণ আবেদন অগ্রায়ন ৩য় ও ৪র্থ শ্রেণি।

১৫ কর্মদিবস

১. আবেদন

২. জমির দলিল/বায়নাপত্র

৩. ৩০০/-টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা।

সংশ্লিষ্ট দপ্তরের       ওয়েব পোর্টাল

বিনামূল্যে

০৭

সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম আবেদন মঞ্জুর ৩য় ও ৪র্থ শ্রেণি

৭ কর্মদিবস

১.নির্ধারিত ফরমে আবেদন।

২. সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণীর মূল কপি।

৩. বেতন কর্তন হিসাব

সংশ্লিষ্ট দপ্তরের ওয়েব পোর্টাল

সাধারন ভবিষৎ তহবিল আবেদন ফরম

বিনামূল্যে

০৮

পাসপোর্টের জন্য এনওসি প্রদান

নির্ধারিত ফরম পূরণপূর্ব নিজ নিজ নিয়ন্ত্রণ কারীকর্তৃপক্ষের নিকট দাখিল

বিভাগীয় পাসপোর্টের অনাপত্তির নিমিত্ত নির্ধারিত ফরমে আবেদন

আবেদন ফরম

বিনামূল্যে

৩ কাযদিবসের   মধ্যে

নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্মকর্তা

পাসপোর্টের জন্য এনওসি প্রদান


৫২তম জাতীয় সমবায় দিবসে জেলা সমবায় কার্যালয়, ঝিনাইদহের বিভিন্ন কর্মকান্ড